ঢাকাসোমবার , ২৬ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করল ইসরাইল

350
Tanim Tv
জুলাই ২৬, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

গত বছর সম্পর্ক স্বাভাবিক করার পর মরক্কোর সঙ্গে রোববার সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করল ইসরাইল।

আইএসআর এয়ারের মুখপাত্র তালি লাইবোভিত্স এএফপিকে বলেন, কমপক্ষে ১০০ যাত্রী নিয়ে একটি প্লেন মারাক্কেশের উদ্দেশ্যে তেলআবিব ছেড়ে গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

আইএসআর এয়ার মারাক্কেশ এবং কাসাব্লাঙ্কায় সপ্তাহে দুই থেকে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বলে জানান আইএসআর এয়ারের এ মুখপাত্র।

ইসরাইলের অপর এক উড়োজাহাজ সংস্থা ইএল এএলও মরক্কোর সঙ্গে রোববার ফ্লাইট চালু করেছে। একই সঙ্গে সংস্থাটি মরক্কোয় সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

উড়োজাহাজ সংস্থা ইএল এএল এক বিবৃতিতে জানায়, ইসরাইলের পর্যটনমন্ত্রী ইউয়েল রাজভোজভ বলেন, ‘সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়বে।’

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জানিয়েছেন, সরাসরি ফ্লাইট চালুর পর তিনি মরক্কো সফর করবেন।

২০২০ সালে যেসব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো তাদের মধ্যে একটি। বাকি দেশগুলো হলো- বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম সাহারার ওপর মরক্কোর কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পর তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে রাবাত। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বংশোদ্ভূত প্রায় ৭ লাখ ইহুদি বর্তমানে ইসরাইলে বসবাস করছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com