রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে রুনি আক্তার (২০) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

বুধবার (১৮আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তার স্বামী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটায় মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী বিল্লাল হোসেন জানান, রাতে আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে আমি তাকে একটি থাপ্পড় মারি। পরে নিজের রুমে চলে যায়। কীটনাশক পান করে রাতে যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে জানায় বিষ খেয়েছে। তারপর আমি তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেহেরপাড়া গ্রামে। বর্তমানে হাতিরঝিলের মধুবাগ ঝিলপাড় ৩ নম্বর গলি এলাকায় একটি বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরঝিল থেকে এক গৃহবধূকে অচেতন অবস্থায় ভোরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।