শহীদুল ইসলাম, নেত্রকোণা ঃনেত্রকোণা মদন উপজেলায় মঙ্গরবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মদন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সভাপতি লিটন বাঙালী।

সভা পরিচালনা করেন, মদন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক জাকির হোসেন ও উপজেলা ওলামালীগের সভাপতি ক্বারী সঞ্জু তালুকদার। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।