রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলের একটি হোটেল থেকে সালমা নামের (১৯) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য সালমার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
মতিঝিল থানার এসআই সৈয়দ আলী বলেন, সালমা নামের ওই তরুণীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হচ্ছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তার বিস্তারিত পরিচয়ও জানা যায়নি।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com