ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

ভেজাল শিশুখাদ্য-পানীয় তৈরি, গ্রেফতার ২

350
Tanim Tv
আগস্ট ২৭, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া অবৈধভাবে ভেজাল শিশুখাদ্য ও পানীয় তৈরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. শাহাজালাল ও মো. রাশেদ।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর থানার খলিফার ঘাট কাজীবাড়ির গলি রোডের একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া কেমিক্যালযুক্ত শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করছিল।’

এ সময় তাদের কাছ থেকে সুমাইয়া ফ্রুটিলা ম্যাংগো ফ্রুট ড্রিংকস (আইস ললি), ছোট প্লাস্টিকের আম আকৃতির ম্যাংগো জুস ভরা প্লাস্টিকের কৌটায়, সাদা প্লাস্টিকের বোতলে থাকা আমের ঘ্রাণযুক্ত কেমিক্যাল, সাদা প্লাস্টিকের কৌটায় থাকা লেমন ইয়োলো লেখা রং ও প্লাস্টিকের কন্টেইনারে বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘তারা কামরাঙ্গীরচর থানা এলাকায় বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল শিশুখাদ্য ও পানীয় উৎপাদন করে ঢাকাসহ সারাদেশে বিক্রি করতো।’

গ্রেফতারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com