পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটবাসীদের উদ্দেশ্য করে ভূমিকম্পে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। রোববার (৩০ মে) এক ভিডিও বার্তায় তিনি এ পরামর্শ দেন।

ভিডিও বার্তায় ড. মোমেন বলেন, সিলেটে বেশ কয়েক দফায় ভূমিকম্প হয়েছে। তবে এ ভূমিকম্পে আপনারা আতঙ্কিত হবেন না।
তিনি বলেন, অনেকেই মনে করেন ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। তবে আপনারা আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিন। আমি ভূমিকম্প নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও মেয়রের সঙ্গে আলাপ করেছি। তাদেরও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি।
ড. মোমেন বলেন, অনেক আগে ভূমিকম্প হলে দৌড়ে বাড়ির বাইরে খোলা মাঠে চলে যেতাম। আপনারা এটা বিবেচনায় নিতে পারেন।
তিনি বলেন, সিলেট পুণ্যভূমি। ইনশাল্লাহ এখানে অসুবিধা হবে না। তবে আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com