ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

ভাসমান মানুষেরা পাচ্ছেন জনসনের এক ডোজ টিকা

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাজধানীর চারটি পয়েন্ট থেকে টিকা পাচ্ছেন ঢাকার ভাসমান মানুষ। ঢাকার রাজপথে থাকা ছিন্নমূল মানুষেরা পাচ্ছেন এক ডোজের জনসন টিকা।

প্রাথমিকভাবে ২ লাখ ৮৫ হাজার ডোজ টিকা দেওয়া হবে। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি করোনাভাইরাসের এই টিকা এক ডোজের। এজন্যই ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা নির্বাচন করেছে সরকার।

প্রাথমিকভাবে টিকা দেওয়া হচ্ছে রাজধানীর চার পয়েন্ট থেকে। পয়েন্টগুলো হচ্ছে কমলাপুর, মুগদা বাজার, মুগদা ফিস মার্কেট এবং সায়েদাবাদ। এই চার স্পট থেকে আজ কার্যক্রমের প্রথমদিনে টিকা দেয়া হবে এক হাজার ভাসমান মানুষকে। টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই টিকাদান প্রক্রিয়া চলমান থাকবে। ক্রমান্বয়ে রাজধানীর সব রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চ ঘাটে টিকাদান কার্যক্রম শুরু হবে। পাশাপাশি যেসব স্থানে ভাসমান মানুষ বেশি থাকেন সেখানে পরিচালিত হবে এই টিকা কার্যক্রম।

উল্লেখ্য, বর্তমানে সরকারের কাছে মজুদ আছে জনসনের ৬ লাখ টিকা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের ভেতর তাদের দেয়া হবে ফাইজারের টিকা। ফাইজারের টিকা সংরক্ষণে যেহেতু ফ্রিজিং ব্যবস্থা প্রয়োজন, স্বাস্থ্য অধিদপ্তর তাই পর্যাপ্ত ফ্রিজিং-এর ব্যবস্থাও নিয়েছে।

যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি জনসনের টিকার বিশ্বজুড়ে ব্যাপক পরীক্ষামূলক প্রয়োগে সন্তোষজনক কার্যকারিতা পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভেতরে কোভিড-১৯ প্রতিরোধে এই টিকার কার্যকারিতার হার ছিল ৭২ শতাংশ।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com