ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ব্যাট হাতে বিরল এক রেকর্ড গড়ে আলোচনায় এবাদত

350
Tanim Tv
জানুয়ারি ১২, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বোলিংয়ে তার হঠাৎ চমকে দেওয়া, ক্রিকেট বিশ্বে নতুন করে চিনিয়েছে এবাদত হোসেনকে। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারানো, বড় বড় দলের জন্যও যেটা স্বপ্নের মতো। সেই স্বপ্নই সত্যি করেছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বড় হারে সিরিজ জেতার স্বপ্ন পূরণ না হলেও এক টেস্ট জিতেই বড় এক অর্জন হয়ে গেছে টাইগারদের। যে অর্জনের নায়ক ছিলেন এবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাসগড়া টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই ৬ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে দিয়েছিলেন এই পেসার।

এবাদতের বোলিং আর ক্যারিয়ার নিয়ে এখন আলোচনা সব জায়গায়। এরই মধ্যে সামনে চলে এলো অন্যরকম আরেকটি রেকর্ড। সেটি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের পর।

এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪ রান করেন এবাদত। হ্যাঁ, এগার নম্বর ব্যাটার ৪ বা শূন্য করলেও সেটা নিয়ে আলোচনার কিছু নেই। আসলে আলোচনাটা হচ্ছে এবাদতের বিরল এক রেকর্ডের কারণে।

টেস্ট আঙিনায় অভিষেক সেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। প্রায় তিন বছরে এবাদত এবারই প্রথমবার রানের খাতা খুলতে পেরেছেন। এর আগে দশ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একবারও শূন্য ভাঙাতে পারেননি তিনি।

এর মধ্যে অবশ্য ৭ ইনিংসই ছিলেন অপরাজিত। সবমিলিয়ে ক্যারিয়ারের এগার ইনিংসে এবাদতের ব্যাটিংটা নজরে লাগার মতো-০, ০*, ০*, ০, ০, ০*, ০*, ০*, ০*, ০*, ৪!

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com