ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

বীরগঞ্জে হরিজনদের দেখার কেউ নেই

350
Tanim Tv
জুলাই ১০, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হরিজন সম্প্রদায়ের লোকজন। এদের যেন দেখার কেউ নেই। বীরগঞ্জ পৌরশহরের নদীর পাড়ে নোংরা পরিবেশে বাস করছেন তাঁরা। সব মিলিয়ে হরিজন সম্প্রদায়ের ১৪ থেকে ১৫ টি পরিবারের প্রায় ১০০ জন মানুষ। সবাই রাস্তাঘাট, বাড়িঘর, ওয়াশরুম, পরিস্কার করে জীবিকা নির্বাহ করেন। ছবিলাল, দিলিপ সহ ওই সম্প্রদায়ের অনেকে বলেন, আমরা সমাজে অবহেলিত। আমাদের দেখা কেউ নেই। আমরাও এ পৌরসভার ভোটার ও বাসিন্দা। নিজেদের জায়গা জমি নেই। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০২১ সালের পর বাংলাদেশে কোনো গৃহহীন, ভূমিহীন কেউ থাকবে না। অনেকে পাকা ঘর পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না।স্থানীয় কাউন্সিলর মুক্তার হোসেন জানান, মেথর, সুইপার, ঝাড়ুদার নাম পাল্টিয়ে ১৯৪১ সালে এদের নামকরণ করা হয় হরিজন। বৈষম্য দূর করে তাঁদের মূলধারার জাতিস্বত্ত্বায় নেওয়া হয়। ওদের দাবি, একটি হরিজন পল্লি তৈরি করা হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাদের বলেন, হরিজনরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পেছনে ফেলে আগানো যাবে না। ওদেরও পুর্নবাসিত করা হবে। বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, সরকার ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীনদের ঘর দিচ্ছে। ভিক্ষুক পুর্নবাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্যোন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন করছে। সেদিক থেকে হরিজনেরা পিছিয়ে রয়েছে। তাঁদের পুনর্বাসন করা অতি জরুরি।

 

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com