মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে নগদ টাকা সহ একটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় দিকে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বলাকা মোড়ে নবীন সাহার মার্কেটে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নবীন সাহার বলাকা মোড় মার্কেটের পল্লব বিশ্বাসের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই দোকানের নগদ টাকা সহ ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এলাকাবাসী অভিযোগ করে জানান, পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন দেওয়ার সত্যেও তারা বিলম্বে আসার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযুষ সহ আরো অনেকে।