মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়ক যেন দিন দিন ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ২৪ ঘণ্টার ব্যবধানে মহাসড়কটি কেড়ে নিলো আরেক তাজা প্রাণ।

উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় সন্ধ্যা বৃহস্পতিবার সাড়ে ৬টায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি হচ্ছেন উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে সোয়েব (১০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ি থেকে বাইসাইকেলযোগে মহাসড়কে উঠা মাত্রই পিছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোয়েবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ জানান, শিশু সোয়েবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, বুধবার আনুমানিক রাত ১১টায় উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পিক-আপ ভ্যানের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়।