মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর পানি বাড়ায় ভাঙনের আশঙ্কা করছেন তিন গ্রামবাসীর লক্ষাধিক মানুষ। এতে ঝুঁকির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি। উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফুতু, বলদিয়াপাড়া ও কাশিমনগর গ্রামের কৃষিজমি ও বাড়িঘর নদীগর্ভে বিলীনের শঙ্কা রয়েছে। ভাঙন রোধে এখনই জরুরি ব্যবস্থা না নিলে মাথা গোঁজার ঠাঁই হারাবে অসংখ্য মানুষ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে তাঁরা। স্থানীয় বাসিন্দা মুসলিম হাসান লিমন বলেন, আমার এখন পর্যন্ত ১০ একর আবাদি জমি আত্রাই নদীতে নেমে গেছে। আরও বিলীন হওয়ার পথে। আমার মতো অনেকের জমি বিলীন হওয়ার শঙ্কায়। নদীর পানি বাড়ার সঙ্গে আতঙ্কিত ৫০০ পরিবার। এখানে সরকারি আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের ৩০০ পরিবার বাস করছে জীবনের নিরাপত্তাহীনতায়। জানমাল বাঁচাতে শিগগির ব্যবস্থা নেওয়া দরকার। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করি। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, অবিরাম বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে আত্রাই নদীতে পানি বাড়ছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে লাখো মানুষের নিরাপত্তায় সহায়তার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি। এখন দেখা যাক কি হয়।
