ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা

350
Tanim Tv
জুন ২৯, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর বসুনিয়াটারী এলাকার জুলেখা বেগম (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বিয়ের জন্য চাপ দেওয়ায় জুলেখাকে হত্যা করে প্রেমিক বিধান চন্দ্র বর্মণ। হত্যার পর লাশ একদিন ঘরে রেখে পরে পাটক্ষেতে ফেলে দেয় বিধান ও তার সহযোগী সুকুমার চন্দ্র বর্মন।

সোমবার (২৮ জুন) বিকালে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিধান চন্দ্র বর্মন ও সুকুমার চন্দ্র বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ২৪ জুন রতিপুর বসুনিয়াটারী এলাকায় পাটক্ষেত থেকে জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন সদর থানা পুলিশ।

জুলেখা বেগম বসুনিয়াটারী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, জুলেখা বেগমের প্রথম স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হলে পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামে তার ২য় বিয়ে হয়। জুলেখা বেগম বিয়ের পর জানতে পারে তার ২য় স্বামীর সে ৬ষ্ঠ স্ত্রী। পরে জুলেখা বেগম মায়ের বাড়িতে থাকতে শুরু করেন। এ সময় পার্শ্ববর্তী রতিপুর মণ্ডল পাড়া এলাকার দীনেশ চন্দ্র বর্মণের ছেলে বিধান চন্দ্র বর্মণের (২৬) সাথে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম হয়।

বিধানের স্ত্রী বাড়িতে না থাকায় গত ২১ জুন রাতে জুলেখা বেগম বিধান চন্দ্র বর্মণের বাড়িতে যায় এবং রাত্রি যাপন করেন। পরের দিনও জুলেখা বেগম বিধানের বাড়িতে যান। রাত্রি যাপন শেষে ভোরে বিধানকে বিয়ের চাপ দেয়। বিধান বিয়ে করতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিধান জুলেখাকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে।

এরপর ২৩ জুন রাতে বিধান তার কর্মচারী সুকুমার চন্দ্র বর্মণকে বাড়িতে ডেকে এনে তার সহযোগিতায় জুলেখা বেগমের লাশ পার্শ্ববর্তী পাটক্ষেতে লুকিয়ে রাখে। ২৪ জুন স্থানীয় লোকজন ক্ষেতে কাজ করতে গিয়ে জুলেখা বেগমের লাশ দেখে পুলিশে খবর দেয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, লাশ উদ্ধারের পর থেকে আমরা তদন্ত শুরু করি। সন্দেহজনক ভাবে আমরা জুলেখার প্রেমিক বিধান চন্দ্র ও তার কর্মচারী সুকুমার চন্দ্রকে গ্রেফতার করলে ঘটনার ৪৮ ঘটনার মধ্যেই এ হত্যাকাণ্ডের রহস্য বের করতে সক্ষম হই।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com