নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৩৪৪ জনের। এর ফলে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি চার লাখ ২৮ হাজার ৭১৮ জন। এর মাঝে মারা গেছেন ৫৭ লাখ ৮১ হাজার এবং সুস্থ হয়েছেন ৩২ কোটি সাত লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩০৮ জন। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮১ হাজার ৭৬৯ জনে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এতথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি দুই হাজার ৭৭৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৩২ হাজার ৪৪৩ জনের। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৬৯ জন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com