মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে গরু চুরি সহ একাধিক মামলার আসামি জাকির হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়। জাকির হোসেন বিজয়নগর উপজেলার পাহাড়পুরের মোঃ আবুল হোসেনের ছেলে।

জানা যায়, জাকির হোসেন সহ সংঘবদ্ধ একটি গরু চোর চক্র, বেশ কিছু দিন থেকে এলাকায় চুরি করে আসছে। কোরবানি ইদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠা চক্রটিকে সম্প্রতি গ্রেপ্তারে নামে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে এপর্যন্ত চোর চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে। গরু চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এ আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) মোঃ মনিরুল ইসলাম জানান গতকাল ভোর রাতে আসামীর নিজ বাড়ী থেকে গরু চুরি সহ এজাহারভুক্ত একাধিক মামলার আসামি জাকির হোসেনকে আটক করা হয়।