আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। এই উপলক্ষ্যে শ্যামপুর-কদমতলী (ঢাকা-৪ নির্বাচনী এলাকা) এলাকার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ডঃ মোঃ আওলাদ হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ নূর হোসেন স্মরণে জুড়াইন কবরস্থানে শহীদ নূর হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ এর ১০ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মৃতিচারন করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডঃ মোঃ আওলাদ হোসেন বলেন, ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ কর্মী শহীদ নূর হোসেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় বুকে “স্বৈরাচার নিপাত যাক” এবং পিঠে “গণতন্ত্র মুক্তি পাক” স্লোগান লিখে লাল সালু কাপড় গায়ে জড়িয়ে মিছিলে যোগ দেন। ঐদিন সুর্যোদয়ের আগেই কড়া পুলিশ বেষ্টনী ভেদ করে ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে হাজির হয়। একা একাই আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শ্লোগান দিচ্ছিল। একে একে লোক সমাগম হতে হতে লোকে লোকারণ্য হয় পুরো এলাকা। একপর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে, নূর হোসেন উনার কাছে যান। নেত্রী বলেছিলেন সাবধানে থাকিস। উত্তরে নূর হোসেন বলেছিল, “স্বৈরাচার হটাতে প্রয়োজনে জীবন দিয়ে দিব”। ঠিক অল্প কিছুক্ষন পরেই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে লাল সালু কাপড় দিয়ে মোড়ানো নূর দেহ মাটিতে লুটিয়ে পরে। শহীদ হন যুবলীগ কর্মী নূর হোসেন। ডঃ আওলাদ আরও বলেন,”স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে চলমান বিএনপি-জামায়াতের নৈরাজ্য সন্ত্রাস মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহ
