হেফাজতে ইসলামের বর্তমান আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে তাকে আটক করা হয়েছে।
আটক ইনামুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।
জানা গেছে, হাটহাজারী তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে র্যাব তাকে জিজ্ঞাসাবাদ করছে। দুপুরের পরে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে।
২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।