মোঃ আহসান উল্লাহ, কিশোরগঞ্জ প্রতিনিধি :nকিশোরগঞ্জের বাজিতপুর উপজে দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে
সংঘর্ষে মুজিবুর (৬৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের ২০ জন আহত
হয়েছে।
আজ সোমবার (৭ জুন) দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ
ঘটনা ঘটে । নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে ।
পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
প্রার্থী। আজ দুপুরে এ পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বল্লমের আঘাতে
মুজিবুর নামে একজন মারা যায়। এ সময় দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের বাজিতপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
