পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেসেখেলে হারিয়েছে স্বাগতিকরা। প্রভাব বিস্তার করে অজিদের হারালেও বাংলাদেশের এ জয়কে ‘অঘটন’ বলছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও ভারতের মাটিতে টি-টুয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল, ‘দু’বার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পান্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?’ এবার সেই আনন্দবাজারই লিখেছে, ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।
তবে সিরিজের প্রথম দুটি ম্যাচেই যোগ্য দল হিসেবে জয় পেয়েছে টাইগাররা। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই পরিস্কার ব্যবধানে এগিয়ে ছিল মাহমুদউল্লাহ বাহিনী।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com