প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে বস্তিবাসীদের জন্য আবাসন করা হবে। তবে স্বল্প ভাড়া দিয়ে তাদের থাকতে হবে। পাশাপাশি গ্রামে যেতে চাইলেও তাদের সহযোগিতা করা হবে। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মুজিববর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩ হাজার ৭৭৪টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকার আজিমপুর, মতিঝিল, মালিবাগ, তেজগাঁও ও মিরপুরে আনুষঙ্গিক সুবিধাসহ ৩২টি ভবনে মোট ২ হাজার ৪৭৪টি ফ্ল্যাট, মাদারীপুরে দেশের প্রথম ১০ তলা বিশিষ্ট সমন্বিত অফিস ভবন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত মিরপুরের সেকশন-১১ এ বস্তিবাসীদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।