ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের সমাপনী ও পুরস্কার বিতরণ

350
Tanim Tv
জুন ৮, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি :- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নরসিংদী জেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত হয়। ৮ মে ২০২১ খ্রি: মঙ্গলবার নরসিংদী

জেলা মুছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্ণেল ( অব:) মো. নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) বিশেষ অতিথি ছিলেন :- জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম, এডিসি মেহেদী মোর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, এনডিসি মেহেদী হাসান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা, রায়পুরা উপজেলার কর্মকর্তা, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূঁইয়াসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুনামেন্টের ফাইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনূর্ধ্ব-১৭ বিভাগে নরসিংদী পৌরসভা ১-০ গোলে রায়পুরা উপজেলাকে পরাজিত করেন। বিজিত দলের পক্ষে প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সুরভী আক্তার ইতি। অপর খেলায় শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ বিভাগে নরসিংদী পৌরসভা ও নরসিংদী সদর উপজেলা অংশ গ্রহণ করে। খেলাটি ০-০ গোলে অমীমাংসিত হলে ট্রাইবাগারে নরসিংদী পৌরসভাকে ৩-২ গোলে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি মো. নজরুল ইসলাম হিরু এমপি বলেন :- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ গড়ার যে অবদান রয়েছে, তেমনি জাতির পিতাকে পিছনের দিক থেকে নেতৃত্ব দেওয়ার অবদান রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের। আজকে যারা বিজয় হয়েছো তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা জয়ী হতে পারোনি তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক ভালোবাসা। তোমরা দেশের দূরন্ত সন্তান, তোমরা দুর্দম দূর্জয়। তোমারই আগামীতে ক্রীড়া জগতের শীর্ষে থাকবে সেই কামনা করি। তিনি উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং উভয় বিভাগের চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com