র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চোরাকারবারিরা একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে র্যাবের একটি দল চরফরিদ এলাকায় অবস্থান নেয়। র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালকসহ দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ট্রাকের এয়ার সিলিন্ডারের মধ্যে লুকিয়ে রাখা ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com