ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রথম নারী পাইলট পেল জম্মু-কাশ্মীর

350
Tanim Tv
জুন ২৪, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিমান বাহিনীর পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম কোনো নারী। তার নাম মাওয়া সুদান।

ভারতীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে বাড়ি মাওয়া সুদানের। ভারতের বিমান বাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

দেশটির বিমান বাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন।

মেয়ের সফলতায় ব্যাপক খুশি বিনোদ সুদান। তিনি বলেন, আমি গর্বিত। এখন সে শুধু আর আমাদের মেয়ে নয়, সে এখন দেশের মেয়ে। এখন আমরা শুধু অভিনন্দন বার্তা পাচ্ছি।

মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান জানায়, স্কুলে পড়া অবস্থা থেকে মাওয়া চাইত ফাইটার পাইলট হতে। বড় বোনের জন্য আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা তার শিশুবেলা থেকে স্বপ্ন ছিল। আমি নিশ্চিত যে শিগগিরই তার খ্যাতি ছড়িয়ে পড়বে।

মাওয়ার মা সুষমা সুদান বলেন, এতে আমি ভীষণ আনন্দিত। সে আমাদের গর্বিত করে তুলেছে। অনেক কঠোর পরিশ্রম করে মেয়ে আমার সফলতা পেয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com