শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নতুন নিয়মে সর্বাধিক+শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নিয়ম তুলতে ধরতে নওগাঁ জেলা পুুলিশ এর আয়োজনে শুক্রবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন-এ নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতি পরিবর্তন করেছে বাংলাদেশ পুলিশ। কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরি প্রার্থীদের কাছে থেকে চাকুরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে সে জন্য পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে। এছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অভিযান পরিচালনা করা হবে। দালাল, প্রতারক, তদবীরবাজরা যাতে চাকরি প্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মোবাইল টারগেট নম্বর সার্বক্ষণিক মনিটরিং করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এমনকি চাকরি প্রার্থীদের পারিবারিক অস্বাভাবিক ব্যাংক লেনদেন, জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রয় অর্থ লেনদেন ও ধার-কর্জ ইত্যাদি মনিটরিং করাসহ চাকরি প্রত্যাশী কেউ, কোন ব্যাক্তি বা কারো মাধ্যমে তদবির কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকুরি’র নিয়োগের যে কোন পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুেেদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া- পুলিশের নিয়োগ সংক্রান্তে কোথাও কোনো অনৈতিক লেনদেন অথবা কোন অবৈধ-পন্থা গ্রহণের ঘটনার তথ্য কেউ পুলিশকে জানালে তথ্য দাতার নাম পরিচয় গোপন রেখে পুলিশের পক্ষ থেকে সেই তথ্য দাতাকে পুরষ্কৃৃত করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার একে,এম মামুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ জেলা পুলিশ বিশেষ শাখা ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) একে, এম শামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদকর্মীরা।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com