পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম দ্য ডন নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাতে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়। এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।
স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।
নের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা সম্ব হয়নি।