পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার সকালে চীনা প্রকৌশলীবাহী একটি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

এদের মধ্যে চারজন চীনা নাগরিক রয়েছেন। আপার কুহিস্তানে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর স্পুটনিক ও রয়টার্সের।
হাজারা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সকালে আপার কুহিস্তানের দাসু বাঁধ প্রকল্পে ৩০ চীনা প্রকৌশলীকে নিয়ে যাচ্ছিল বাসটি।
এ সময় এতে বোমা হামলা হয়। হামলায় দুই আধাসামরিক বাহিনীর সদস্যও প্রাণ হারান।
আরেকটি সূত্র দাবি করছে, কমপক্ষে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com