ভারতের পশ্চিমবঙ্গে জয়া নামে একটি সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে দুই জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে।
শুক্রবার হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ের পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়।
সিনেমা হলের এক কর্মী জানান, ভবনের চারতলায় প্রথম আগুন লাগার ধোঁয়া দেখা দেয়। সেখানে একটি রুমে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন। আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com