আশিকুর রহমান :- নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে স্থানীয় বখাটেরা। অত্র ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে স্থানীয় জনতা জুট মিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘুরতে আসেন। তারা দীর্ঘসময় অত্র রেলস্টেশন ও আশপাশ এলাকায় ঘুরাঘুরি করে সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে রেলস্টেশনে অবস্হিত ভাসমান দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার সময় অত্র এলাকার রাজিব, রিফাতসহ অজ্ঞাত আরো এক বখাটে তাদেরকে স্বামী-স্ত্রীর পরিচয় যাচাই করার উদ্দেশ্যে জিজ্ঞেসাবাদ করার জন্য অন্যত্রে ডেকে নেয়। পরে বখাটেরা মিলে স্বামীকে মারধর করে আটকে রেখে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে গিয়ে রেললাইনের পাশে ঝোপের ভিতর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা। পরে স্বামী উপায়ন্তর না দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। ৯৯৯ নম্বরথেকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িকে অবগহ করলে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে ভিকটিম স্ত্রী ও স্বামীকে উদ্ধার করে পুলিশ। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম বলেন, উপপরিদর্শক মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে রাজিব ও রিফাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাজিব (৩০) ও চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রিফাত (২০)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমায়েদুল জাহেদী বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ধর্ষিতার মেডিকেল করার জন্য কার্যক্রম চলছে। যেহেতু এই ধর্ষণের ঘটনাটি রেলওয়ে স্টেশনে ঘটে সেজন্য মামলাটি রেলওয়ে থানায় হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com