ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পবিত্র শাবান মাস ও শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য, এবং আমাদের করণীয় ও বর্জনীয়

350
তানিম টিভি
মার্চ ৩, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

“এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মুমিনের হৃদে বহে খুশির জোয়ার, হলো পূর্ণ রাতের মুলাকাত”

দীর্ঘ একটি বছর পর মহান আল্লাহ সুবহানাহু ও তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে স্নেহ করে রমজানের পূর্ববর্তী মাস, শাবান মাস পর্যন্ত হায়াতকে দীর্ঘ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও শাবান মাসের পূর্বে রজব চাঁদ দেখা গেলেই তিনি মহান আল্লাহতালার কাছে ফরিয়াদ করতেন, হে আল্লাহ আপনি আমাদের রজব ও শাবান মাস কে বরকতমন্ডিত করুন, অতঃপর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। নিঃসন্দেহে রজব ও রমজানের মধ্যবর্তী মাস, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের গুরুত্ব কত বেশি ছিল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পরিধি থেকে উপলব্ধি করা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রিয় মাস হল শাবান মাস। এ মাসে তিনি রোজা রাখতেন, অতপর রমজান মাসে পৌঁছে যেতেন। (ফাযায়েলুল আওকাত হাদিস নং ১৯)

সাবান মাসটি রমজানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এমনিতেই অধিক পরিমাণের গুরুত্ব বহন করে, কিন্তু মহান রাব্বি জলিলের অপার দয়ায়, এ মাসে একটি মহিমান্বিত রজনী রয়েছে, পবিত্র কুরআনুল কারীমের ভাষায় যার নামকরণ করা হয়েছে লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় এটি কে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটিকে প্রচলিত ভাষায় বলে থাকি শবে বরাত। শব শব্দটির অর্থ রাত, বরাত শব্দটির অর্থ সৌভাগ্য, দুটি শব্দ একত্রিকরণে অর্থ দাঁড়ায় সৌভাগ্যের রাত।

পবিত্র কুরআনুল কারিমের সূরাতুত দুখানের তৃতীয় আয়াতে লাইলাতুল মুবারাকা তথা শবে বরাত সম্পর্কে আল্লাহতালা ঘোষণা করেছেন। কোরআন তাফসির কারকগণ বলেন: আয়াতে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত বলে শাবান মাসের পূর্ণিমার রাত তথা মধ্য শা’বানের রজনীকেই বোঝানো হয়েছে। তাফসীরে মাজহারী, তাফসীরে রুহুল বয়ান, তাফসির রুহুল মায়নি, তাফসীরে জালালাইন সহ- প্রমাণ্য তাফসীর গ্রন্থে ব্যাপকভাবে বিস্তৃত আলোচনা করা হয়েছে।

অন্যদিকে হাদিস এরশাদ হয়েছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তায়ালা অর্ধ শা’বানের রাতে, সমস্ত মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন, এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। (সহি ইবনে হিব্বান হাদিস ৫৬৬৫)
অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যখন অর্ধ শা’বানের রাত আসে, তখন আল্লাহ তায়ালা মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, এবং মুমিনদেরকে ক্ষমা করে দেন, কাফেরদেরকে ফিরে আসার সুযোগ দেন, এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। (কিতাব সুন্নাহ তৃতীয় খন্ড পৃষ্ঠা ৩৮২)

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত:
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা’আলা আনহা বলেন। একবার হাজীর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সেজদা করলেন, সেজদার দীর্ঘতা দেখে আমার মনে হল তিনি মনে হয় সেজদা অবস্থাতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম অতঃপর সেটি নড়লো। তিনি সেজদা থেকে উঠে নামাজ শেষ করলেন, এবং আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি মৃত্যুবরণ করেছি? জভাবে আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দীর্ঘ সিজদা দেখে আমি এই আশঙ্কা করেছিলাম।

তখন তিনি আমাকে বললেন তুমি কি জানো এটা কোন রাত? জবাব আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই ভালো জানেন, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হল অর্ধ শাবানের রাত। এই রাতে মহান আল্লাহ তা’আলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে রহমতের দৃষ্টি দেন। ক্ষমা প্রার্থনা কারীদের ক্ষমা করে দেন। অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন। আর যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে তাদেরকে ওই অবস্থাতেই ছেড়ে দেন, (অর্থাৎ তাদের অবস্থার কোন পরিবর্তন হয় না এবং তারা ক্ষমাও পান না) শোয়ায়বুল ঈমান তৃতীয় খন্ড পৃষ্ঠা ৩৮২

* শবেবরাতে আমাদের করণীয়:

1.অধিক পরিমাণে নফল রোজা রাখা।
2.ফরজ সালাতের পাশাপাশি অধিক পরিমাণে নফল সালাত আদায় করা।
3.রাতের শেষ অংশে সালাত ও সেজদাকে বৃদ্ধি করা।
4.বেশি বেশি আল্লাহর জিকির করা।
5. অধিক পরিমাণের দরুদ ও সালাম পড়া।
6. বেশি বেশি ইস্তেগফার পড়া।
7. কোরআন তেলাওয়াত করা।
8. অধিক পরিমাণে আল্লাহতালার কাছে তওবা করা।
9. বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করা।
10. ইসলামী শরীয়া মোতাবেক কবর জিয়ারত করা।
11. মানুষের মাঝে খাদ্য বিতরণ করা।

* শবেবরাতে আমাদের বর্জনীয় বিষয়:

1. আল্লাহর জিকির ব্যতীত সময় অপচয় করা.
2. মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষন করা।
3. লোক ঠকানো সকল প্রকার কাজ থেকে নিজেকে বিরত রাখা।
4. সকল প্রকার শিরিকি ও কুফরি মনোভাব ও কর্ম থেকে নিজেকে বিরত রাখা।
5. শবে বরাতের রাতকে ঘিরে, সকল ধরনের আতস বাজি, পটকা বাজি, ইত্যাদি বিষয় থেকে নিজেকে বিরত রাখা।
6. ঝগড়া ফাসাদে লিপ্ত না হওয়া।
7. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা।
8. বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা।
9. অন্যায় ভাবে কারো কোন বিষয় তসরুপ না করা।
10. সকাল প্রকার মাদকদ্রব্য থেকে নিজেকে বিরত রাখা।
11. ইসলামী স্বার্থ ও মানবীয় মূল্যবোধ খর্ব হয় এমন সকল প্রকার কাজ থেকে নিজেকে বিরত রাখা।

মহান আল্লাহ সুবহানাহুওয়া তা’আলা আমাদের সবাইকে পবিত্র শাবান মাসের এবং একই সাথে মহিমান্বিত রজনী, তাওবার রজনী, মুক্তির রজনী, সৌভাগ্যের রজনী, বরকতমন্ডিত রজনী তথা শবে বরাতের রজনীর সকল ফুয়ূজু বারাকাত আমাদের কে নসিব করে দিন। আমাদের এবং আমাদের পূর্ববর্তী গনের সকলের জীবনের গুনাহ খাতা গুলোকে মাফ করে দিন। এবং পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দিন। আমিন।

লেখক: হাফেজ মাওলানা মুফতি মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী।

পরিচালক: আল মোজাদ্দেদিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com