মো. নুর হাসান, পঞ্চগড়: পঞ্চগড়ে মরিয়ম নামে এক ফুলের নার্সারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (২২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ রোড মরিয়ম নার্সারীতে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত পারভেজ আটোয়ারী উপজেলার বলরামপুর কবিরাজ পাড়া এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ প্রতিদিনের মতো মরিয়ম নার্সারীতে কাজ করতে যায়। এদিকে আগে থেকে নার্সারীর ঘরের পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জালে লেগে থাকে। পারভেজ ফুলের আঠি বাধতে গিয়ে একসময় তার হাত জালে পড়লে বিদ্যুতায়িত হয় সে। ঘটনাস্থলেই পারভেজ মৃত্যুবরণ করে ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পিপিএম ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com