সাভার উপজেলা প্রতিনিধিঃ আশুলিয়া’র ছিচকে চোর নাজমুল মন্ডল নেশার টাকা যোগাতে চাঁদাবাজী,ভাড়াটে সন্ত্রাসী হিসেবে জমি দখল,অবৈধ অস্ত্রের গোলাগুলি ও মুরগী চুরি,গড়েছে একটি বেপরোয়া গ্যাং।
সাভারের আশুলিয়ায় পোল্ট্রি মুগরীবোঝাই পিকআপের গতিরোধ করে মুরগী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ নাজমুল মণ্ডল (২৫) নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। তিনি নেশার টাকা সংগ্রহ করতে প্রতিনিয়ত ছিনতাই করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পোল্ট্রি মুরগী ব্যবসায়ি মোঃ রতন আলী (৩০)। এর আগে ২০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে আশুলিয়ার চাঁনগাঁও মৃধাবাড়ি সড়কে এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- আশুলিয়া থানার, আশুলিয়ায়া ইউনিয়নের চাঁনগাঁও এলাকার তোফাজ্জল ওরফে তোপা মন্ডলের ছেলে মোঃ নাজমুল মণ্ডল (২৫), মোঃ রনি (২৮) সহ অজ্ঞাতনামা আরও ০৮/১০ জন।
ভুক্তভোগী রতন আশুলিয়ার কলমা এলাকার মোক্তার আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।
সন্ত্রাসী নাজমুল মন্ডল এর চাঁদাবাজীর তথ্য সংগ্রহ করতে গেলে বেরিয়ে আসে একের পর ভয়ানক তথ্য।আশুলিয়ার এলাকাবাসীরা বলেন, ডিম ব্যবসায়ীরা ডিমের ব্যবসা করে আসছে তাদের কাছ থেকেও চাঁদা নেই, আশুলিয়ায়।কয়েকমাস ধরে সন্ত্রাসী নাজমুল মন্ডল কে প্রতিমাসে ২০ হাজার করে টাকা চাঁদা না দিলে তাদের কে ডিমের গাড়ি আশুলিয়ায় ঢুকতে দেয় না। চাঁদা না দিলে মারধর ও ডিম ভেঙে দেয় নাজমুল বাহিনী।
সাভার সদর ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য বলেন কয়েকদিন আগে বস্তিতে জমি দখল করতে আসে সন্ত্রাসী নাজমুল মন্ডল।
স্থানীয়রা জানান, নাজমুল হোসেন মন্ডল নেশায় আসক্ত। সে নেশার টাকার জন্য ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এছাড়া তার জন্যই এলাকায় অপরাধ ও অপরাধীর সংখ্যা বাড়ছে। ফলে আমরা সাধারণ মানুষকে আতঙ্কে রয়েছি। আমরা এর সমাধান চাই।
অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী পিকআপযোগে দেশের বিভিন্ন স্থান থেকে পোল্ট্রি মুরগী ক্রয় করে আশুলিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করেন। গত ২০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে ১১২০ টি মুরগী নিয়ে পিকআপযোগে চাঁনগাঁও যাচ্ছিলো চালক। চাঁনগাঁও এর মৃধাবাড়ি সড়কে পৌছলে অভিযুক্তরা পিকআপের গতিরোধ করে। পরে চালককে বেধড়ক মারধর করে পিকআপ থেকে ২০ টি মুরগী ছিনিয়ে নেয়। খবর পেয়ে চালক ও অবশিষ্ট মুরগীগুলো উদ্ধার করে নিয়ে যান ভুক্তভোগী ব্যবসায়ী।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরাফাত বলেন, এব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com