ঢাকাবৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নেইমারের পরামর্শে রিচার্লিসনের দিকে ঝোঁক পিএসজির

350
Tanim Tv
আগস্ট ২৬, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিলিয়ান এমবাপেকে আর ধরে রাখা যাচ্ছে না। এটা এখন পুরোপুরি নিশ্চিত পিএসজি। যে কারণে তাকে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদের কাছে। এখন চলছে শুধু দর কষাকষির পালা। খুব দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত চলে আসবে হয়তো বা।

তবে এমবাপে চলে গেলে তার খালি জায়গা পূরণে বসে থাকবে না পিএসজি। এরই মধ্যে এমবাপের বিকল্প হিসেবে অনেকেরই নাম আসতে শুরু করেছে মিডিয়ায়। এর মধ্যে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। পিএসজির মালিক কাতারের আমির বিন হামাদ আল থানির এক আত্মীয়ের টুইটের পর জ্বল্পনাটা আরো জোরালো হয়েছে।

তবে, এরই মধ্যে নতুন খবর হচ্ছে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এমবাপের জায়গায় চান অন্য একজনকে। নেইমারের পরামর্শ এবং প্রত্যক্ষ ভূমিকার কারণেই মেসি এলেন পিএসজিতে। তা সবাই জানে। মেসি নিজেও স্বীকার করেছেন। এবার নেইমার ক্লাব কর্মকর্তাদের পরামর্শ দিলেন, এমবাপের জায়গায় তারই স্বদেশী, ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনে খেলা রিচার্লিসনকে দলভূক্ত করতে।

ফরাসী মিডিয়া আরএমসির রিপোর্ট হচ্ছে, এরই মধ্যে রিচার্লিসনের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে পিএসজি। কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলে খেলার সময় নেইমারের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে রিচার্লিসনের। দুর্দান্ত খেলেন তিনি। টোকিও অলিম্পিকেও ছিলেন ব্রাজিল দলে এবং ব্রাজিলকে স্বর্ণ পদক ধরে রাখতে বেশ ভূমিকা রেখেছিলেন তিনি।

প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রিচার্লিসন। এই দুই ম্যাচে গোল করেছেন একটি, অ্যাসিস্ট করেছেন একটি। ইউরোপিয়ান দলবদলের বাজারে যে অবস্থা, তাতে রিচার্লিসনকে দলে নিতে হলে অন্তত ৬০ মিলিয়ন ইউরো নিয়ে মাঠে নামতে হবে পিএসজিকে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com