চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে আবদুল সালাম (৩৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে থানার অক্সিজেন নয়াহাট এলাকার জাহাঙ্গীরের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘বিকেলে বায়জিদ বোস্তামী থানা এলাকা থেকে আহত এক নির্মাণশ্রমিককে হাসপাতালে আনেন তার সহকর্মীরা। ঘণ্টাখানেক চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এর আগে একইদিন সকালে নগরের পাহাড়তলী থানা এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চমতলা থেকে পড়ে মো. আরমান (১৮) নামে আরেক শ্রমিক নিহত হন।