মুহাম্মদ মহসিন আলী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর বিল থেকে হোসাইন (৭) ও মোরসালিন (৬) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিল। নিহত হোসাইন ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মোরসালিন একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে। নিহতদের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে গিয়ে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
২৯ জুন মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।