নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে জালিয়াতি করে অবৈধ বিয়ের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলা থেকে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
পরে আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেন। মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও তামিমার মা সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। কিন্তু বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তিনি।