মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ শহরের কালীবাজারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল সিগারেট উদ্ধার করেছে র্যাব-১১। গত ৯ আগস্ট সন্ধ্যায় শহরের এম চাঁন মার্কেট এর মোহাম্মদিয়া ষ্টোর এর ভিতর থেকে বিভিন্ন ব্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেট উদ্ধার করা হয়। এসময় মোঃ সাকিবুল ইসলাম (২০)’কে গ্রেফতার করা হয়।
বুধবার ১১ আগস্ট র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, এম চাঁন মার্কেটের মোহাম্মদিয়া ষ্টোরের ভিতর অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পারার পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নকল সিগারেট ব্যবসার সাথে জড়িত আসামী নকল সিগারেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও নকল দ্রব্যের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com