জুলকার নাইন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ফারজানা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার আলিশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আ: রহমানের মেয়ে।
নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউপি সদস্য আব্দুস সাত্তার মৃত কিশোরীর স্বজনদের বরাত দিয়ে জানান, বিকাল আনুমানিক ৪ টার দিকে বৃষ্টির আগে মাঠের মধ্যে চরণ করা রাজ হাঁস আনতে গিয়ে ধেয়ে আসা কালো মেঘের গর্জনে হঠাৎ বিকট শব্দের বজ্রপাতে মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও তার পরিবার জানতে পারে বজ্রপাতে ফারজানা মারা গেছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com