
আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পৌরশহরস্থ ভেলানগর এলাকা হতে ১০ (দশ) কেজি গাঁজাসহ আলতাফ ওরফে আলোক খাদেম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) নরসিংদী পৌর শহরস্থ ভেলানগরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি)’র এসআই মোহাম্মদ গনি এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশ্বে বকুল উকিলের মার্কেটের সামনে থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন খরমপুর মধ্যপাড়া গ্রামের মৃত নান্নু খাদেম এর ছেলে আলতাফ হোসেন ওরফে আলোক খাদেম (৪২) বলে জানান। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআই মোহাম্মদ গণি প্রতিনিধিকে জানান।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com