ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নরসিংদীতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সভা

350
তানিম টিভি
মে ২৮, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) বিকেল ৪টায় নরসিংদী জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এর উদ্যোগে জেলা, শহর, সদর ও মাধবদী থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও তাঁতী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক হত্যার হুমকি ও জামাত-বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হতে থাকলে পরে প্রতিবাদ সভাটি জনসভায় রুপান্তর হয়। সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি আঙ্গুল মোল্লার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (কমিশনার), জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া, শাখাওয়াত মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহাজালাল আহমেদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার, তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু প্রমুখ।

সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বলেন, জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি দেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তাই তিনি আগামী ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। বিএনপি-জামাত জোট ক্ষমতা কুক্ষিগত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশে বিদেশে ষড়যন্ত্রের নীল নকশায় মরিয়া হয়ে উঠেছে। দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। আওয়ামী লীগকে উৎখাতের পরিকল্পনা করছে। উন্নয়নের পথ রোধ করার জন্য রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চাঁদ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে।

আওয়ামী লীগ কোন ঠুনকো দল নয় যে নারা দিলেই কাচের গ্লাসের মতো ভেঙে যাবে। যে কোন মুল্যে জামাত বিএনপিকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে আমরা মাঠে আছি। চাঁদ মিয়ার এতবড় দুঃসাহস তার একার পক্ষে সম্ভব না। এটা বিএনপি-জামাত জোটের পূর্ব পরিকল্পিত কথা। তাই হুঁশিয়ার করে দিতে চাই বাংলার মাটিতে ৭১’র প্রেতাত্মা জামাত-বিএনপির ঠাঁই নাই। তিনি আরও বলেন, নরসিংদীতে জেলা ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দিনে-দুপুরে তাজা দুইটি প্রান ঝরেছে। রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। তারা যে দলই করুক।

তারা কোনো মায়ের বা পরিবারের সন্তান। আমরা রাজনীতির নামে এধরনের কোনো হত্যাকান্ড নরসিংদীতে মেনে নেবনা। দেবনা কোনো মায়ের কুল খালি হতে। এতেই প্রমান হয় যে, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাই আাগামীদিনে নেতাকর্মী এবং জনগনকে সজাগ থাকতে হবে। যেন তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে। পরিশেষে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দ্বিধাধন্দ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল আজাদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, শহর যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রলীগে সাবেক সভাপতি জোবায়ের আহমেদ, সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, আলোকবালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দীপু, উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন (কমিশনার) এসএম সেলিম জিকু প্রমুখ।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com