আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা, সদর থানা ও শহর তাঁতী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে নরসিংদী শহরস্থ শেরেবাংলা ক্লাব অডিটরিয়ামে নরসিংদী জেলা, সদর থানা ও শহর শাখা তাঁতী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদর থানা তাঁতী লীগের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব হিরু সরকার, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা , দেলোয়ার হোসেন ভূঁইয়া, নজরপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা আলী সরকার প্রমুখ।
ইফতার পূর্বে আলোচনায় প্রধান অতিথি কায়কোবাদ হোসেন কানু আগত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ তাঁতী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া তাঁত সমিতি থেকে আজ তাঁতী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁতী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সন্মেলনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। তাই আমি নরসিংদী জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে জেলার প্রতিটি থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি ঘোষণা করেছি। আমার দক্ষ সাংগঠনিক নেতৃত্বের কারণে অনেকে ইষানিত্ব হয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। এতে করে নেতাকর্মীদের মাঝে একধরনের বিভাজন সৃষ্টি করা হচ্ছে। তাই আমি উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই। আপনারা গুজবে কান দিবেননা। বর্তমান জেলা তাঁতী লীগের কমিটিতে আমি আহবায়ক ও হিরু সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে কেন্দ্রের স্বাক্ষরকৃত কমিটি আমাদের হাতে আছে। আর যারা গুজব ছড়াচ্ছে তারা যদি কেন্দ্রের স্বাক্ষরকৃত কমিটি আপনারা দেখাতে পারেন তাহলে জীবনে আর কোনদিন রাজনীতি করবো না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
আলোচনা শেষে স্থানীয় মসজিদের পেশ ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার রুহের আত্মার মাগফেরাত কামনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এসময় তাঁতী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।