ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নরসিংদীতে জব্বরকে কুপিয়ে আহত : মামলা করায় ছেলে ও ভাতিজাকেও কুপিয়ে আহত

350
Tanim Tv
এপ্রিল ৩০, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: সম্প্রতি নরসিংদীতে মোহাম্মদ জব্বর মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। জব্বর মিয়াকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর নরসিংদী মডেল থানায় মামলা করে বাড়ি ফেরার সময় তার ছেলে ও ভাতিজাকেও তুলে নিয়ে উপর্যুপরি কোপানো হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ১০ থেকে ১২ জন লোক রায়পুরার আমিরগঞ্জের হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলের সামনে থেকে তাদের দুজনকে তুলে নেয়। পরে পার্শ্ববর্তী আদিয়াবাদ এলাকার নির্জন একটি বিলের ধারে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে উপর্যুপরি কুপিয়ে তাদের রেখে চলে যায়।

এরপরে আহতদের একজন মুঠোফোনে কল করে স্বজনদের ঘটনা জানালে পুলিশের সহযোগিতা নিয়ে রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত দুজন হলেন: নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ জব্বর মিয়ার ছেলে আমিরুল মিয়া (২৪) ও ভাতিজা এমরান হোসেন (১৭)।

তাদের দুজনের শরীরের অন্তত ২০ থেকে ২৫ জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় আঙুল দিয়ে গলিয়ে দেওয়ায় এমরানের ডান চোখ পুরোপুরি নষ্ট ও আমিরুলের বাম চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তারা দুজন বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নরসিংদী শহরের বড় বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন মোহাম্মদ জব্বর মিয়া। এ সময় তাকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেয় চার-পাঁচজন দুর্বৃত্ত। পরে তাকে শহরের মদনগঞ্জ সড়কের ৫ নাম্বার এলাকার একটি নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেখানকার চিকিৎসক রেফার্ড করলে সন্ধ্যার দিকে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার ছেলে আমিরুল ও ভাতিজা এমরান মামলা করার জন্য নরসিংদী মডেল থানার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে আহত মোহাম্মদ জব্বর মিয়ার ছেলে আমিরুল বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

নরসিংদী মডেল থানা থেকে বেরিয়ে এমরানকে সঙ্গে নিয়ে আমিরুল সিএনজিচালিত অটোরিকশায় করে নিজগ্রাম আলোকবালীর উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে রায়পুরার আমিরগঞ্জের হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলের সামনে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ জন তাদের পথরোধ করে। পরে তাদের তুলে নিয়ে পার্শ্ববর্তী আদিয়াবাদ এলাকার নির্জন একটি বিলের ধারে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে উপর্যুপরি কুপিয়ে এবং একটি করে চোখ গলিয়ে দিয়ে তারা চলে যায়।

ওই অবস্থায় আমিরুল তার মুঠোফোন থেকে কল দিয়ে পরিবারের সদস্যদের ঘটনা জানান। রায়পুরা থানা পুলিশের সহযোগিতায় রাত ২টার দিকে বিলের ধার থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের রাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, আদিয়াবাদের একটি বিলের ধার থেকে সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি, দ্রুত তাদের চিহ্নিত করতে পারবো আমরা।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com