আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি : নরসিংদী জেলার করোনা কোভিড-১৯ এর পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভায় ৯ আর্টিলারি ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। ৫ জুলাই সোমবার সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন :- জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম), জেলা সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইঁয়া, সিও ৭ ফিল্ড রেজিঃ আর্টিঃ লেঃ কর্ণেল গাজী আবদুস সালাম, বিজিবি উপ- অধিনায়ক,র্যাব -১১ (নরসিংদী) উপ-অধিনায়ক, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতিসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে দুপুর ১.৪০ মিনিটে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করতে নরসিংদী শহরস্থ বড়বাজারে আসেন। এসময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তার সাথে ছিলেন :- জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনশৃঙ্খলা বাহিনী।