আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি : নরসিংদীতে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা অব্যাহত রয়েছে।

গত ৬ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সরকার ঘোষিত কঠো লকডাউনের বিধি-নিষেধ না মানায় টহলরত ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগন এসময় ৬৬ টি মামলা দায়ের করে ২,৭৭,১৫০ ( দুই লক্ষ সাতাত্তর হাজার একশ পঞ্চম) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, আনসার ও জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা করছেন।