আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইসলাম মিয়া হত্যার মূল আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। ৭ জুলাই বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ( প্রশাসন) জানান যে, নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের এক যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই বুধবার ভোর রাতে ইসলাম হত্যা মামলারমূল আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি সচল পিস্তল ও ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

তিনি আরও বলেন উক্ত দুঃসাহসিক ও সফল অভিযানে গোয়েন্দা পুলিশ( ডিবি)’র ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল বাশার (পিপিএম বার) এর নেতৃত্বে এস আই মো. নজরুল ইসলাম, এসআই মাহমুদুুল হাসান মারুফ, এসআই আবদুল আজিজ, এসআই জামিরুল, এএসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে নরসিংদী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ইসলাম হত্যা মামলার পলাতক আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে শিবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদক আইনে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত ১ জুলাই নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলায় মাদককে কেন্দ্র করে উক্ত মহল্লার জনৈক ইসলাম মিয়া (৫৬) কে সাটিরপাড়ার হোসেন বাজারে সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় ১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ৩ জুলাই এজহারভূক্ত আসামী শাহীন, বাদল, রুবি বেগম ও সানিয়া বেগম গ্রেফতর হয়। ৬ জুলাই এজহারভূক্ত আসামী সুটার সুমন ও দেলোয়ার গ্রেফতার হয়। সর্বশেষ ৭ জুলাই বুধবার বাকী ৩ আসামীকে গ্রেফতার হয়।