ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নরসিংদীতে আসামির দায়ের কোপে পুলিশ কর্মকর্তা আহত

350
Tanim Tv
এপ্রিল ২৭, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আসামি ধরতে গিয়ে  আসামির দায়ের কোপে পুলিশের উপপরিদর্শক আরিফ রাব্বানী সহ দুই পুলিশ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টায় রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আরিফ আরও পুলিশ সদস্যদের নিয়ে আসামি স্বপন মিয়াকে ধরতে অলিপুর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে গেলে সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন মিয়া ও তার পরিবারের সদস্যসহ দলবল নিয়ে হামলা চালায়। এ সময় স্বপন মিয়ার ধারালো দায়ের কোপে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রায়পুরা থানার  উপপরিদর্শক আরিফ ও পুলিশ কনস্টেবল আল-আমিন। স্থানীয়রা গুরুত্বর আহত পুলিশ উপপরিদর্শক আরিফকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অপর আহত কনস্টেবল আল-আমিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান বলেন, আসামি স্বপন মিয়ার নামে ছিনতাই, ডাকাতি, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ইতোমধ্যে আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com