ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নবাবগঞ্জে বিষ প্রয়োগে ধান ক্ষেত বিনষ্ট

350
Tanim Tv
এপ্রিল ২৮, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিমনা গ্রামে প্রতিপক্ষরা আড়াই বিঘা জমির আধাপাকা বোরো ধানক্ষেত রাসায়নিক বিষ প্রয়োগে বিনষ্ট করে ফেলেছে। ধান গাছ মরে যাওয়ায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে।
নবাবগঞ্জ উপজেলার সিমনা গ্রামের নজমল হকের পুত্র নোমানুর রহমান অভিযোগে জানান, তার স্ত্রী ও শ্যালিকার প্রায় আড়াই বিঘা জমিতে তারা মিনিগেট ও ব্রি-২৯ জাতের বোরো ধান রোপন করেন। সেই ধান আধাপাকা অবস্থায় এলে গত ২০ এপ্রিল রাতে কে বা কাহারা আগাছা নিধনকারী রাসায়নিক বিষ প্রয়োগ করলে জমির ধানগাছ সম্পুর্ণ মরে গেছে। উঠতি ফসলের এমন ক্ষতিতে চাষীদের মাথায় হাত পড়েছে। এতে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে নোমানুর রহমান থানায় অভিযোগ করেছেন।
জানতে চাইলে, অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুরুজ্জামান মুঠোফোন জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ধান গাছ মরে যাওয়া ঘটনার সত্যতা পেয়েছি। রাতের আধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com