আফগানিস্তানে তালেবান দখলদারিত্বে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। সোমবার এক ভিডিও বার্তায় তিনি আফগানিস্তানের নারী, শিশুসহ বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সেই সঙ্গে বিশ্ব নেতাদের এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আর্তি জানান। খবর রয়টার্সের।
আফগান পরিস্থিতি নিয়ে মালালা বলেন, এ মুহূর্তে একটি সেখানে একটি জরুরি মানবিক সঙ্কট তৈরি হয়েছে। যা সমাধানে আমাদের সবার সহযোগিতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।
২০১২ সালে মালালা পাকিস্তানি তালেবানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। নারী শিক্ষার প্রসারে কাজ করায় তিনি তালেবানের টার্গেটে পরিণত হন।