আশিকুর রহমান : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন টেঁটাবৃদ্ধ হয়। ৫ সেপ্টেম্বর রোববার সকাল ৮ টায় নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে বকশি বাড়ি, বৌয়ালী বাড়ি, ফকির বাড়ির সাথে মিয়া বাড়ির টেঁটা যুদ্ধ শুরু হয়।
উক্ত টেঁটা যুদ্ধে উভয় পক্ষের ২/৩ জন টেঁটাবৃদ্ধ হয়। আহতদের মধ্যে মিয়া বাড়ির শাহজাহান ও বাসিত এবং বৌয়ালী বাড়ির মতলব টেঁটাবৃদ্ধ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com