শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার সহ গরুচোর সিন্ডিকেট এর সক্রিয় ২ জন সদস্যকে আটক।
শনিবার দুপুরে নওগাঁর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার নতুন গরু বাজার হাট থেকে চুরি যাওয়া ৩ টি গরু সহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তিলবাদুল কামারবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে আকতার আলম (৪৮) ও তিলবাদুল সাকিদারপাড়া গ্রামের ইছা উদ্দিনের ছেলে সাহাদত আলী (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন সাবুর বাড়ি থেকে তিনটি গরু চুরি যায়। এরপর শনিবার সকালে গরুর মালিক সাবু জয়পুরহাট সদরের নতুনহাটে গিয়ে গরুগুলো শনাক্ত করেন। পরে মান্দা থানা পুলিশ জয়পুরহাট সদর থানা পুলিশের সহায়তায় গরু সহ ২ জন চোরকে আটক করেন।
গৃহকর্তা মোয়াজ্জেম হোসেন সাবু জানান, শুক্রবার রাত ৯টার দিকে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শয়নঘর থেকে বের হতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ। বিষয়টি মুঠোফোনে প্রতিবেশি ভোলাকে জানালে তিনি এসে দরজা খুলে দেন। এরপর গরু চুরির বিষয়টি তারা জানতে পারেন।
তিনি আরো বলেন, চোরের দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে সদর দরজার তালা কেটে সেডে থাকা গাভী-বাছুর ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য এক লাখ টাকা হবে বলে জানান তিনি।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, চুরি যাওয়া গরুগুলো জয়পুরহাট সদরের নতুনহাট থেকে উদ্ধার সহ আকতার আলম ও সাহাদত আলীকে আটক করা হয়েছে। সংবাদ সংগ্রহকালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পস্তুতি চলছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com