শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কৌশলী অভিযানে ৭৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ যেভাবে আটক হলেন মাদক বিক্রেতা এক যুবক। আটককৃত মাদক বিক্রেতা প্রশাসনের চোখকে ফাঁকি দিতে একেক সময় একেক কৌশলে চালিয়ে যাচ্ছিলেন মাদকের কারবার এমন গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এস আই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে সোমবার বিকাল ৪ টারদিকে অভিযান চালিয়ে নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গোলিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ঐ যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত যুবক হলেন, ধামুইরহাট উপজেলার চককালু গ্রামের দেওয়ান মোহাম্মদ মহিউদ্দীনের ছেলে দেওয়ান মোহাম্মদ আবু হুরায়ারা ওরফে বিপ্লব (২৫)।
মাদক সহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা (ডিবি’র) ওসি কে এম শামসুদ্দিন জানান, আটককৃত মাদক কারবারি একের পর এক কৌশলে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ও নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর দিকনির্দেশনায় এস আই মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে এ এস এই মেহেদী হাসান ও সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ঐ মাদক বিক্রেতা যুবককে হাতেনাতে আটক করেন। এব্যাপারে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com